পার্থ চট্টোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ আদালত, জরিমানা করলেন বিচারক

পার্থ চট্টোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ আলিপুরের সিবিআই আদালত | আর সেই কারণেই এবার ১০০০ টাকা জরিমানা করবেন বিচারক |

প্রসঙ্গত, এদিন নিয়োগ দুর্নীতি গ্রুপ সি মামলা ও একাদশ দ্বাদশ শ্রেণির মামলার শুনানি ছিল আলিপুর সিবিআই আদালতে | ফলে পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য অভিযুক্তদের আদালতে পেশ করে সিবিআই | কিন্তু শুনানি চলাকালীন গ্রুপ সি মামলা চার্চ সিটের কপি চেয়ে আবেদন জানান প্রার্থীর আইনজীবী | আর তাতেই ক্ষুব্ধ হন বিচারপতি |

প্রসঙ্গত, গত বছর ২২ শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি | এবং ২৩ শে জুলাই তাকে গ্রেফতার করা হয় | সেদিন থেকে আজও পর্যন্ত জামিন মেলেনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর। তবে এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী চার্জশিটে কপি চেয়ে আবেদন জানান | তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত । তারপর ফের কেন এইবার একই আবেদন তা নিয়ে প্রশ্ন বিচারকের |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *