করোনা সচেতনতায় পথে নামল বালুরঘাট কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিম

বালুরঘাট ; এবার কোভীডের দ্বীতিয় ঢেউ আছড়ে পড়ার ব্যাপারে জনগনকে সচেতন করতে পথে নামল বালুরঘাট কলেজের ন্যাশেন্যাল সার্ভিস স্কিম।

বুধবার বিকেলে বালুরঘাট শহরের জনবহুল বিশ্বাস পাড়া এলাকায় এই সচেতনতা প্রচারে নামে তারা। জেলা রেডক্রস সোসাইটির সাথে যৌথ্য উদ্যোগে বালুরঘাট কলেজের ন্যাশেন্যাল সার্ভিস স্কিমের সদস্যরা মিলিত ভাবে এই সচেতনতা প্রচারে অংশ নেবার পাশাপাশি তারা পথ চলতি মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজেশন বিলি করেন। এই ভয়াবহ করোনার দ্বীতিয় ঢেউ থেকে সাধারন মানুষকে সতর্ক করতে এই দুই প্রতিষ্ঠানের সদস্যদের পথে নেমে জনগনকে কোভীড রুখতে কি কি করা আবশ্যিক সে নিয়ে সচেতন করা ও তাদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজেশন বিলি করার কার্যকলাপ শহরের বাসিন্দারা ভুয়সী প্রসংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *