পুজোর আগে বাড়ছে গ্যাসের দাম

সামনে পুজো | আর এই সময় ফের গ্যাসের মূল্য বৃদ্ধি | জানা গিয়েছে, আগামী অক্টোবর থেকেই বাড়ছে ১৯ কেজি গ্যাসের দাম | আগামীকাল থেকেই কার্যকর হবে নতুন দাম | জানা গিয়েছে, সিলিন্ডার পিছু বাড়ল ২০৩.৫০ টাকা । আগামিকাল থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হচ্ছে ১৮৩৯ টাকা । ফলে এর একটা প্রভাব পুজোর সময়ে বিক্রি হওয়া খাবারদাবারে পড়বে বলেই মনে করা হচ্ছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *