সোমবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জি-20 সম্মেলনের সূচনা হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে | উদ্বোধনী ভাষণে চিরন্তন বসুবৈধ কুটুম্বকম এর বার্তায় ছড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী ।
তিনি বললেন, “আপনাদের দেশ আমাদের দেশ বলে আমি বিভেদ করি না | গোটা বিশ্বই আমার মাতৃভূমি | আপনারা যখন এখানে এসেছেন তখন এই বাংলা আপনারও | এত বড় একটা সম্মেলনের আয়োজন করতে পেরে, এই মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি ধন্য” |
এবারের ১৮ তম জী-20 সম্মেলন ভারতে আয়োজিত হচ্ছে | বাংলার রাজধানী শহরে দুটি বৈঠক হওয়ার সূচি ও স্থির ছিল | প্রথমটি হয়েছে সোমবার | অনুষ্ঠানস্থল নিউটনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার | তবে সেখান থেকে শুরু করে গোটা শহরে সাজানো হয়েছিল অতিথিদের জন্য |