ধর্ষণের সংখ্যাকে শূন্যতে নিয়ে আসতে হবে, বক্তব্য দেবের

ধর্ষণের মতো অপরাধের কড়া শাস্তি চান তিনি। একথা আগেই জানিয়েছিলেন। বলেছিলেন, “যাঁরা ধর্ষণ করবে তাঁদের একটাই শাস্তি, ফাঁসি।” সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি হয়ে ফের নারী নির্যাতনের বিরুদ্ধে সরব দেব। তারকা সাংসদের বক্তব্য, ধর্ষণের সংখ্যাকে শূন্যতে নিয়ে আসতে হবে।

টেক্কা’ সিনেমা সংক্রান্ত সাক্ষাৎকারে নারী নির্যাতন নিয়ে কথা বলতে গিয়ে দেব বলেন, “(দেশে) সারা বছরে প্রায় নব্বই হাজার মহিলার ধর্ষণ হয়। সন্ত্রাসের জেরে তার চেয়ে কম মানুষের মৃত্যু হয়।” তারকা জানান, আমাদের দেশে মা-বোনেদের ধর্ষণের হার অনেক বেশি। এর পরই তিনি বলেন, “সংখ্যাটাকে শূন্যতে নিয়ে আসতে হবে। তার জন্য একটা সিপি বা একটা নবান্ন অভিযান করে লাভ নেই। এর জন্য আমার মনে হয় সমস্ত দলকে একসঙ্গে বসে, সমস্ত মুখ্যমন্ত্রীদের একসঙ্গে বসে, প্রধানমন্ত্রীকে একসঙ্গে বসে, নতুন আইন আনতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *