এবারও পুজোর উদ্বোধনে থাকছেন মুখ্যমন্ত্রী

উৎসবের বাংলা। আবহাওয়ার একটু উন্নতি হতেই পুজো প্রস্তুতি একেবারে তুঙ্গে। দেবীপক্ষের সূচনা হতে আর হাতে গোনা কয়েকদিন। আগামী সপ্তাহে মহালয়া। তার পর শুরু হয়ে যাবে দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবারও পুজোর উদ্বোধনে থাকছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মহালয়ার আগের দিন থেকে পুজোর উদ্বোধন শুরু করবেন তিনি। সব ঠিক থাকলে মহালয়ার আগের দিন লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ খুলে যাবে তাঁর হাত ধরে। এবছর শ্রীভূমির মণ্ডপ তৈরি হচ্ছে বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে।

আশ্বিণের শুরু থেকে খারাপ আবহাওয়ার জেরে উৎসবের মরশুমে কিছুটা ভাটা পড়েছিল। কেনাকাটা থেকে শুরু করে প্রতিমার সজ্জা, সব কাজই ব্যাহত হচ্ছিল। তবে সপ্তাহান্তে আবহাওয়ার একটু উন্নতি হতেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। তার মাঝে এল সুসংবাদ। মুখ্যমন্ত্রীর হাত ধরে এবছরও কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলির দুয়ার খুলে যাবে দর্শনার্থীদের জন্য। এবং তা মহালয়ার আগে থেকেই। এবার মুখ্যমন্ত্রী শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়ে শুরু করছেন পুজোর উদ্বোধন। ১ অক্টোবর সূচনা হচ্ছে শ্রীভূমির পুজোর। সম্ভবত তার পর থেকেই দর্শনার্থীদের প্রবেশাধিকার মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *