নরেন্দ্র মোদির ৩.০ সরকারের প্রথম যৌথ অধিবেশনে প্রথমবার নিজের বক্তব্য প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ৷ তাঁর এক পাশে উপস্থিত ছিলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং অন্যপাশে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ এদিন রাষ্ট্রপতির বক্তৃতায় সরকারের নানা কাজের কথা বলার পাশাপাশি উল্লেখযোগ্য ভাবে উঠে আসে জরুরি অবস্থা থেকে শুরু করে নিট-নেট প্রশ্নফাঁস দুর্নীতির কথা৷
এদিন রাষ্ট্রপতি জানান, ১ জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা লাগু হবে৷ তিনি বলেন, ‘‘ব্রিটিশরাজে গোলামি ব্যবস্থায় শাস্তির বিধান ছিল। সেই আইন বদলের সাহস দেখিয়েছে সরকার। এবার শাস্তির বদলে ন্যায়ে বিশেষ জোর দেওয়া হবে। সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়া হচ্ছে।’’
রাষ্ট্রপতি জানান, চার দশক পরে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন চালু হয়েছে৷ যুবদের কথা শুরু হতেই বিরোধীদের তরফে ‘নিট নিট’ বলে চিৎকার শুরু হয়৷ ইঞ্জিনিয়ারিং, ডাক্তারির কথা উঠতেই ‘নিট নিট’ বলে চিৎকার শুরু করেন বিরোধীরা। এরপরেই ১-২ সেকেন্ডের জন্য থেমে যান রাষ্ট্রপতি৷