ছাত্রসমাজের নবান্ন অভিযান ঘিরে রীতমতো রণক্ষেত্রের চেহারা একাধিক রাস্তায়

ছাত্রসমাজের নবান্ন অভিযান ঘিরে তিন-চার ঘণ্টা রীতমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নবান্ন কেন্দ্রিক একাধিক রাস্তা৷ বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ, জলকামান, কাঁদানে গ্যাসের সেল সব মিলে ধুন্ধুমার পরিস্থিতি৷ এমনকি, পুলিশের অভিযোগ, মিলেছে পেট্রোল বোমাও৷

নবান্ন অভিযানের নামে ভিড়ে মিশে গিয়ে হিংসা ছড়াতে পারে দুষ্কৃতীরা৷ শাসকদল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি একই আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য পুলিশও৷ এমনকি, পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ নামে যে সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে, তাদের রাজনৈতিক যোগ নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে৷ ওই সংগঠনের এক নেতা শহরের এক পাঁচ তারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠকও করেছেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *