ধর্ষকদের জন্য আবারও ক্যাপিটাল পানিশমেন্ট-এর দাবি জানালেন শুভশ্রী

আর জি কর কাণ্ডের বিরুদ্ধে প্রথম থেকেই সরব টলিউড অভিনেত্রী শুভশ্রী। এমনকী, প্রতিবাদী মিছিলেও তাঁকে দেখা গিয়েছে। আর এবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে প্রতিবাদের কণ্ঠ যেন আরও প্রখর করলেন টলিউডের ‘বাবলি’ নায়িকা। শুভশ্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে হিন্দি ভাষায় লিখলেন লিখলেন, ”একবার মোমবাতির জায়গায় ধর্ষককে জ্বালিয়ে দেখো। হয়তো ধর্ষণের ঘটনা কমে যাবে। প্রত্যেকবার মেয়েরাই জ্বলবে, সেটা তো হওয়া উচিত নয়।”

কোনও আপোষ নয়, ধর্ষকদের রাজ শাস্তি হোক!’- একটাই দাবি দেশজুড়ে। কলকাতার আর জি কর কাণ্ড নিয়ে যেখানে রাজ্য-রাজনীতি তোলপাড়, বাংলার গণ্ডী ছাড়িয়েছে আন্দোলন, তখন সেই আবহেও নারীদের উপর হওয়া নির্যাতনের হার কিন্তু বিন্দুমাত্র কমেনি। তার প্রমাণ সম্প্রতি অসম, বদলাপুর থেকে বিহারের ঘটনা। এমতাবস্থায় ধর্ষকদের জন্য আবারও ক্যাপিটাল পানিশমেন্ট-এর দাবি জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *