ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা

তিথি অনুযায়ী সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। ঘরে ঘরে যখন দেবী কমলার আরাধনা চলছে, তখন এই শুভ দিনটিকেই সাধের অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন ভিকি-ক্যাটরিনা। কানাঘুষো, সোম-রাতেই ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা।

কৌশল পরিবারের বউমা হওয়ার পর থেকেই ধর্মে-কর্মে মন ক্যাট সুন্দরীর। সন্তান আগমনের খবর দিতে গিয়েও তাই ঈশ্বরের শরণাপন্ন হয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। গত ২৩ সেপ্টেম্বর ‘ওম’ মন্ত্রচ্চারণে সন্তান আগমনের খবর দেন বলিউডের তারকাদম্পতি। তার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তাঁরা। চলতি মাসেই দুই থেকে তিন হচ্ছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তার প্রাক্কালেই জমজমাট সাধের অনুষ্ঠান জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। সূত্রের খবর, হাতে গোনা ক’জন বন্ধুবান্ধব, স্বজন নিয়ে একেবারে পারিবারিক বৃত্তেই সাধভক্ষণের অনুষ্ঠান হবে এদিন রাতে। তবে আমন্ত্রিতের সংখ্যা কম হলেও উদরপূর্তির আয়োজনে কোনও খামতি নেই। ক্যাটরিনার সাধের রান্নার দায়ভার বর্তেছে সেলেব্রিটি শেফ শিলার্না ভাজের উপর। তারকামহলে যিনি রাঁধুনি হিসেবে বেজায় জনপ্রিয়। তাঁর রান্নার গুনগানও ফেরে সেলেবদের মুখে মুখে। জানা গেল, ক্যাটরিনার সাধের অনুষ্ঠানের ক্যাটারিং তিনিই করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *