বড়দিনে সেভাবে নেই শীতের আমেজ। তবে কি বাংলায় এবার শীতের দেখা নেই? বুধবার বিকেলে আবহাওয়া আপডেট দিলেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়, আবহাওয়াবিদ, আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন সাত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকাতে। আগামী ২৪ ঘণ্টায় এই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ২৮ তারিখ শনিবার উইকন্ডে ফের বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে মেঘলা আকাশ; হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। উইকেন্ডে শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। দার্জিলিঙে বড়দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি এলাকায়। উইকেন্ডে শনি ও রবিবার হালকা বৃষ্টি সঙ্গে তুষারপাতের সম্ভাব্য সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি ও তুষারপাত।