তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ‘দানা

আর মাত্র কয়েকঘণ্টা, তারপরই শুরু হবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব৷ ইতিমধ্যেই একাধিক জায়গায় বৃষ্টির তাণ্ডব পাশাপাশি ঝোড়ো হাওয়া বইছে৷ তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ‘দানা’। এবার ঘূর্ণিঝড় নিয়ে বিরাট আপডেট দিল আবহাওয়া দফতর৷ এখন ঠিক কোথায় অবস্থান করছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা? কখনই বা ল্যান্ডফল হবে৷ ল্যান্ডফলের সময় গতিবেগ কত হতে পারে৷

আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুসারে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় দানার অবস্থান হল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। ২০:১০ উত্তর ল‍্যাটিচিউড এবং ৮৭.৩০ পূর্ব লঙ্গিচিউড৷ নিজস্ব অভিমুখ ও গতি উত্তর ও উত্তর-পশ্চিম দিক। নিজস্ব গতি ঘণ্টায় ১৩ কিলোমিটার | আবহাওয়া দফতর সূত্রের খবর, এই মুহূর্তে ঘূর্ণিঝড় দানা পারাদ্বীপ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। ধামারা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক। সাগরদ্বীপ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক। ঘূর্ণিঝড় ‘দানা’ কখন ল্যান্ডফল করবে? হাওয়া অফিস সূত্রে খবর মধ্যরাত থেকে সকাল ল্যান্ডফলের সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ১২০ কিমি প্রতি ঘণ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *