আগামী মাসেই বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মার্কিন মুলুকের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। প্রশ্ন উঠেছিল, কেন ‘বন্ধু’র শপথে নেই মোদি? কিন্তু ফেব্রুয়ারিতেই মুখোমুখি হতে পারেন দুই রাষ্ট্রনেতা। জানা যাচ্ছে, ওয়াশিংটনে তাঁদের একটি বৈঠকের পরিকল্পনা করছেন দুই দেশের কূটনীতিকরা।
যদি ট্রাম্প ও মোদির বৈঠক হয়, তাহলে নিশ্চিত ভাবেই সেদিকে নজর থাকবে সকলের। কেননা মার্কিন প্রশাসনে পালা বদলের এই মুহূর্তে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা অত্যন্ত জরুরি বলেই মনে করা হচ্ছে। যার মধ্যে অন্যতম দুটি ইস্যু। প্রথমটি শুল্ক। গত ডিসেম্বরেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির উপরে। প্রসঙ্গত, ৯ সদস্যের ব্রিকসে রয়েছে ভারতও। ফলে সেই পরিপ্রেক্ষিতে মোদির সঙ্গে ট্রাম্পের এই বিষয়ে কথা হতে পারে।