ভাইফোঁটার দিন সকালে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান তার দীর্ঘদিনের সহযোদ্ধারা | ফিরহাদ হাকিম, সুব্রত বকশি, অরূপ বিশ্বাস সহ শান্তনু সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তাদের ভাইফোঁটা দেন মুখ্যমন্ত্রী |
তবে সকলের মাঝে নজর কারল শোভন বৈশাখের উপস্থিতি | প্রতি বছরই এই দিন শোভন চট্টোপাধ্যায় এখানে আসেন | সেখানে দলের দীর্ঘদিনের সৈনিকরা ছাড়াও অনেক সময় বিভিন্ন দলের নেতাদেরও দেখা গিয়েছে দিদির আশীর্বাদ নিতে যেতে | এমনই দেখা গেল তৃণমূল থেকে দূরে সরে থাকা শোভন চট্টোপাধ্যায়কে | এবারও তাকে দেখা গেল কালীঘাটের বাড়িতে । সঙ্গে ছিলেন বৈশাখে বন্দ্যোপাধ্যায় ।