রেপো রেট বাড়ায়নি রিজার্ভ ব্যাংক

বৃহস্পতিবার ছিল আরবিআই এর মন্টারি নীতির শেষ দিন | এর পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত রেপো রেট বাড়ায়নি রিজার্ভ ব্যাংক | তবে আরবিআই গভর্নর জানিয়েছে, ২০০০ টাকার নোট বাতিল করলে অনেক সুবিধা হবে | সেইসঙ্গে বাড়বে তরল টাকার পরিমাণ |

পাশাপাশি, শক্তিকান্ত দাস ২০০০ টাকার নোট নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন | জানা গিয়েছে, আরবিআই এর গভর্নর জানিয়েছেন, ২০০০ টাকার নোট নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে উদ্বৃত্ত লিকিউডিটি পরিমাণ বেড়েছে | ২ হাজার টাকার নোট বাজারে আসার সঙ্গে সঙ্গে তারল্যের পরিমাণও বেড়েছে | সেই পরিমাণকে প্রতিফলিত করে, যা অবিলম্বে ঋণ পূরণের জন্য বিনিয়োগের জন্য ব্যবহৃত হয় |

প্রসঙ্গত গত ১৯ মে ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার | জুন ও এপ্রিল ত্রৈমাসিক মাসে কেউ তেমন কোন পরিবর্তন হয়নি | এর আগে মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আনতে গত বছর মে মাস থেকে ছয় বার 2.50 শতাংশ হারে রেপো রেট বাড়ানো হয়েছিল |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *