হোলির প্রাক্কালেই রঙিন মেজাজে অনুরাগীদের ধরা দিলেন ভাইজান

হোলির প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিয়ে অনুরাগীদের উন্মাদনার পারদ চড়িয়ে দিলেন ভাইজান। মঙ্গলবার তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন ‘সিকন্দর’ ছবির নতুন গান। যেখানে ‘ব্যোম ব্যোম ভোলে’ ধ্বনি দিয়ে রঙের উৎসবে মেতে উঠতে দেখা গেল সলমন খানকে। আর সেই গানের ঝলক দেখেই ‘ব্লকবাস্টার’ হওয়ার ভবিষ্যদ্বাণী করে ফেললেন অনুরাগীরা।

ব্যোম ব্যোম ভোলে’ গানের ঝলকে সলমনের পাশাপাশি রশ্মিকা মন্দানাকেও দেখা গেল। সাদা সালোয়ারে তিনি যেন মনমোহিনী। আরেক অভিনেত্রী কাজল আগরওয়ালের ঝলকও মিলেছে গানে। এসবের সঙ্গে উপরি পাওনা সলমনের নাচ! দীর্ঘদিন বাদে ভাইজানের রঙিন অবতার দেখে ততোধিক মজে ভক্তরাও। এককথায়, হোলির আগে রঙিন সলমনে বুঁদ নেটপাড়া। চলতি মার্চ মাসের ৩০ তারিখ মুক্তি পাবে ‘সিকন্দর’। তার প্রাক্কালেই নতুন গানের ঝলক প্রকাশ্যে নিয়ে এসে আবহাওয়ার গরম করলেন বলিউড সুপারস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *