মেটিয়াবুরুজের সভায় এদিন অভিষেকের ভূয়সী প্রশংসা করেন মমতা৷ বলেন, ‘‘ঝড় হোক, জল হোক, ও সারাদিন ব্যস্ত থাকে নিজের সংসদীয় এলাকা নিয়ে। আমি ওকে বারবার বলি, তোর মতো সংসদীয় এলাকা কেউ দেখতে পারবে না। এত পারিস কী করে?’’
প্রসঙ্গত, ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দলীয় প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ছুটে বেরাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত মঙ্গলবার কলকাতায় জোড়া পদযাত্রাও করেছেন তিনি৷ তা-ও আবার মোদির রোড-শোয়ের দিনই৷ বুধবার অবশেষে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূলপ্রার্থী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচার করলেন তিনি৷