শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত রিমল। ঘূর্ণিঝড় রিমলের প্রভাব অনেকটাই মুক্ত দক্ষিণবঙ্গ। উত্তর-পূর্ব ভারতের রাজ্যে রিমলের অবশিষ্ট অংশ। আজও প্রভাব উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। রিমলের টানে অনেকটা এগিয়ে এসেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু | আগামী ৩ দিনের মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গেও বাড়বে তাপমাত্রা; ফিরবে গরম ও অস্বস্তি। উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
বঙ্গোপসাগরে এই মুহূর্তে আর সতর্কতা নেই ;তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই। রিমল এর প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হলেও এর বন্ধু হয়েছে মৌসুমী বায়ু। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঘূর্ণিঝড় রিমলের টানে অনেকটা পথ এগিয়ে এসেছে।