বৈশাখের অর্ধেক অতিক্রান্ত, তবু দেখা নেই কালবৈশাখীর

বৈশাখের অর্ধেক অতিক্রান্ত, তবু দেখা নেই কালবৈশাখীর। দক্ষিণবঙ্গের মানুষজন চাতক পাখির মতো ‘আকাশ পানে চেয়ে’। তাদের একটাই প্রশ্ন, কবে দেখা মিলবে ঝড়-বৃষ্টির? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, রবিবারই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সন্ধের পরই জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে তারা। সোমবার থেকে বদলাতে পারে রাজ্যের আবহাওয়া।

তাপপ্রবাহের এই স্পেল রবিবারই শেষ হচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বুধবারের মধ্য়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ ডিগ্রি কমতে পারে। কিছুটা হলেও মিলবে স্বস্তি। সোমবার থেকে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *