মালদাঃ-করোনার টিকা নিতে যাওয়ার সময় পথদুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হল মায়ের আহত ছেলে ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ইংরেজবাজার শহরের আই টি আই মোড় এলাকায়। মৃত মহিলার নাম মিনা রানী মন্ডল বয়স (৫০)।আহত ছেলের নাম দিবাকর মন্ডল। বাড়ি ইংরেজবাজার শহরের সানি পার্ক এলাকায়। মা ছেলে মোটরসাইকেলে করে করোনার টিকা না আমার জন্য বুড়াবুড়ি তলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিল। তখনই রাস্তার ধারে বালি পড়ে থাকায় মোটর সাইকেলের সামনের চাকা বালিতে পড়ে গিয়ে মা ও ছেলে রাস্তায় পড়ে যায় তখনই উল্টোদিক থেকে মানিকচক থেকে মালদা শহরের দিকে আসছিল একটি বাস বেসরকারি বাস তখনই ওই বাস মহিলা শরীরের উপর দিয়ে চলে যায় স্থানীয়রাই ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে গেলে মায়ের পথেই মৃত্যু আয় ছেলে গুরুতর আহত হয়। এই ঘটনায় এলাকারই প্রাক্তন কাউন্সিলার প্রসেনজিৎ ঘোষ অভিযোগ করে বলেন পাথর ও বালির ব্যবসায়ীরা দিনের-পর-দিন রাস্তার উপরে বালি পাথর রেখে যাচ্ছে প্রশাসন এই বিষয়ে দেখছে না আর যার ফলে রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। আমরা চাই পুলিশ প্রশাসন এই বেআইনী ভাবে রাস্তার উপরে যারা পাথর বালির আসছে তাদের বিরুদ্ধে করা আইনত ব্যবস্থা গ্রহণ করুক।
Related Posts
শক্তি বাড়িয়ে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং
শক্তি বাড়িয়ে মঙ্গলবার সকালে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং | ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে ঝড়ো হাওয়ার, পাশাপাশি…
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
আজ সকাল থেকে রোদের দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘে ঢেকেছে আকাশ । গত কয়েক দিনের মতো আজও উত্তরবঙ্গে…
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্ত্যব্য, গ্রেপ্তার রোদ্দুর রায়
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে রোদ্দুর রায় কে গ্রেফতার করা হলো | বিতর্কিত ইউটিউবার কে ট্রানজিট রিমাইন্ডে এবার কলকাতায় আনা…