কথা ছিল জুলাই মাস থেকে শিয়ালদহ ১ থেকে ৫ নং পর্যন্ত সমস্ত প্লাটফর্ম থেকেই ১২ কোচের EMU লোকাল যাতায়াত করবে। কিন্তু তার আগেই দ্রুতগতিতে কাজ শেষ করে ১ থেকে ৫ নং পর্যন্ত সমস্ত প্লাটফর্মগুলোকেই ১২ কোচের EMU লোকাল চালানোর উপযুক্ত করে তোলা হয়েছে।
১,২ ও ৫ নং প্লাটফর্ম থেকে চলাচল আগেই শুরু হয়ে গেছিল, এবার ১২ কোচের EMU চলাচল শুরু করল শিয়ালদহের ৩ এবং ৪ নং প্লাটফর্ম থেকে। ইয়ার্ড মডিফিকেশন ও নন ইন্টারলকিঙের কাজ ৯ ই জুন হয়ে গেলেও শিয়ালদহ ৩ ও ৪ নং প্লাটফর্মের দমদম প্রান্তের কিছু ইমারতি কাজ বাকি ছিল। যাত্রীসাধারণের কথা মাথায় রেখে কোনও ব্লক ছাড়াই ধীরে ধীরে সেই কাজগুলি সমাপ্ত করা হয়েছে। তাই শিয়ালদহের ৩ এবং ৪ নং প্লাটফর্ম থেকে ১২ বগির EMU লোকাল চলাচলের সঙ্গে সঙ্গেই শিয়ালদহের ১ থেকে ৫ নং অবধি সবকটি প্লাটফর্ম থেকেই এখন ১২ কোচের লোকাল ট্রেন চলাচল করতে পারবে।