অ্যাডিনো দাপট এর মাঝে এবার নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনা ভাইরাস | গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রামিত নিয়ে চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তরে | নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী কিরণ খের | টুইট করে সে কথা জানিয়েছেন তিনি |
তবে শরীরে করোনার উপসর্গ থাকলেও ফেস ব্লাইনডনেস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে | এর আগে গবেষণা করে জানা গিয়েছিল এই ভাইরাস স্নায়বিক সমস্যা তৈরি করে | সে কারণে ঘ্রাণ শক্তি চলে যায় | স্বাদ চলে যায় | তবে এবার নয়া গবেষণা বলছে দীর্ঘদিন ধরে শরীরে এই ভাইরাসের লক্ষণ থেকে যায় যেমন জ্বর সর্দি কাশি | তাহলে ফেস ব্লাইন্ডনেস রোগ হতে পারে |