উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী- রাজ্যপাল

উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল নাগাদ তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন বলে খবর। অন্যদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস দুর্ঘটনা নিয়ে
শোকপ্রকাশ করেছেন। রাজভবনের তরফে সোশাল মিডিয়া পোস্টে সেই বার্তা দিয়েছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দুজনই বিকেল নাগাদ উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হচ্ছেন। একই বিমানে তাঁদের দুজনের যাওয়ার সম্ভাবনা।

সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী উত্তরবঙ্গ । ফাঁসিদেওয়ার কাছে নিজবাড়ি এলাকায় শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা দেয় একটি মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৮, আহত অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *