দক্ষিণবঙ্গের সব অংশেই ঢুকে গেল বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১১ই জুন। সেইসময়ের ১৭ দিন পরে অবশেষে বর্ষা দক্ষিণবঙ্গের সব অংশে ঢুকে পড়ল।একই সঙ্গে এদিন মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমির থেকে দিল্লি, আলিগড়, কানপুর গাজীপুর, গোন্ডা, মোরাদাবাদ, দেরাদুন, ঊনা পাঠানকোট হয়ে জম্মুতে ঢুকে পড়ল। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ এখন অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে।
বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তা নিম্নচাপে পরিণত হয়েছে শুক্রবার। তার জেরেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে। শুক্রবার ও শনিবারের পর রবিতেও ভিজবে দক্ষিণবঙ্গ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতেও। তবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে বর্ষার সূত্রপাতে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোজই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে।