ফের পর্দায় কাকাবাবু অবতারে প্রত্যাবর্তন ঘটতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

টলিউডে জব্বর খবর! ফের পর্দায় কাকাবাবু অবতারে প্রত্যাবর্তন ঘটতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের চতুর্থ ছবির শুভ মহরত হয়ে গেল। তবে এবার পরিচালকের আসনে সৃজিত মুখোপাধ্যায় নন, পরিচালনার দায়িত্ব পড়েছে চন্দ্রাশিষ রায়ের কাঁধে। শুভ মহরতের পর সেটেই ভিডিও কলে বুম্বাকে শুভেচ্ছা জানালেন কাকাবাবুর প্রাক্তন পরিচালক সৃজিত।

সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বিজয়নগরের হিরে’ গল্পের অবলম্বনে তৈরি হচ্ছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা। দিন কয়েকের মধ্যেই পুরোদমে শুটিং শুরু হতে চলেছে বলে জানা গেল। উল্লেখ্য, সৃজিত আগেই ঘোষণা করেছিলেন যে তিনি আর ফেলুদা কিংবা কাকাবাবু পরিচালনা করতে চান না। তার ভিত্তিতেই এবার পরিচালনার দায়িত্ব পড়ল চন্দ্রাশিসের কাঁধে। শুক্রবার পরিচাবক এবং কলাকুশলীদের নিয়ে শুভ মহরৎ সারলেন ‘ইন্ডাস্ট্রি’। জানা গিয়েছে, এসভিএফ এবং প্রসেনজিতের এনআইডিয়াজ-এর যৌথ প্রযোজনায় আসছে কাকাবাবুর চতুর্থ সিনেমা। তবে ছবির নাম কি হতে চলেছে? সেটা এখনও নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *