যেমনটি ছিল কথা, তেমনটিই হল। নাহ, বাবা শাহরুখ ও বোন সুহানার মতো অভিনয়ে পা দিলেন না শাহরুখপুত্র আরিয়ান খান। বরং প্রথম থেকে যে পরিচালক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের দিকেই পা বাড়িয়ে দিলেন। অবশেষে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ। যা প্রযোজনা করছেন শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। বলিউডে ছেলের কেরিয়ার গড়তে এবার এগিয়ে এলেন শাহরুখ ও গৌরী খান। মঙ্গলবার এক্স হ্য়ান্ডেলে শাহরুখ শেয়ার করলেন এই সুখবর।
শাহরুখ লিখলেন, ”আজকের দিনটা খুবই স্পেশাল। কেননা, নতুন এক গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চাই। রেড চিলিসের হাত ধরে আরিয়ান খান নতুন যাত্রা শুরু করল পরিচালক হিসেবে। আরিয়ানের সিরিজ দেখা যাবে নেটফ্লিক্সে। এখনও এর নাম ঠিক হয়নি। তবে প্রচুর টুইস্ট, প্রচুর ইমোশনে ভরা। আর আরিয়ান এটা মনে করে, শো বিজনেসের থেকে বড় ব্যবসা কিছু হয় না।”