ফের বৃহস্পতিবার সকালে মালব্লকের মানাবাড়ি চাবাগান থেকে খাচায় বন্দী একটি চিতাবাঘকে উদ্ধার করল মালস্কোয়াডের বনকর্মিরা। উদ্ধারের পর চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখান চিতাটির প্রাথমিক চিকিৎসার পর গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মালস্কোয়াডের রেঞ্জার দিপেন সুব্বা। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে গত ১১ মে একইভাবে একটি চিতাবাঘ ধরা পড়েছিল। এদিন ফের সকালে আরেকটি চিতাবাঘ ধরা পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে মানাবাড়ি চাবাগানে চিতাবাঘের উৎপাত বেড়ে গিয়েছে। লাইনেও ঢুকে যাচ্ছিল চিতাটি। এমনকি চাবাগানে শ্রমিকেরা চাবাগানে কাজ করতে এলে সেখানেও তর্জনগর্জন করত চিতাবাঘটি। আতঙ্কে শ্রমিকেরা চাবাগানে কাজ করতে সাহস পেতনা। এরপরই খবর পেয়ে চাবাগানের ২ নং সেকশনে ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রাখে বনকর্মিরা। এদিন সকালে সেই ছাগল খেতে এসে খাচায় বন্দী হয়ে যায় চিতাবাঘটি। মালস্কোয়াডের রেঞ্জার দিপেন সুব্বা বলেন, উদ্ধার হওয়া চিতাবাঘটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘটিকে লাটাগুড়ি এন আইসিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Related Posts
নেশা বিক্রি করার প্রতিবাদ করায় মহিলা সহ একই পরিবারের সাতজনকে কুপিয়ে খুন করার চেষ্টা
মালদা-নেশা বিক্রি করার প্রতিবাদ করায় মহিলা সহ একই পরিবারের সাতজনকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে।…
ভোট প্রচার ও জনসংযোগ বাড়াতে বেড়িয়ে পড়লেন চাঁচল বিধানসভার বিজেপির প্রার্থী দীপঙ্কর রাম
মালদা,-ভোট প্রচার ও জনসংযোগ বাড়াতে রবিবার বেড়িয়ে পড়লেন মালদহের চাঁচল বিধানসভার বিজেপির প্রার্থী দীপঙ্কর রাম।প্রার্থী ঘোষিত হওয়ার তিনদিন পর প্রচারে…
চলতি সপ্তাহে বহাল থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত
বৃষ্টির কারণে আজ ও কাল তাপমাত্রা কিছুটা কমবে। তবে ১৮ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি চলবে।…