মঙ্গলবার রাতে কয়েক পশলা বৃষ্টিতে সাময়িক স্বস্তি ফিরলেও বুধবার সকাল থেকে যেই কে সেই। এদিন শহরের তাপমাত্রা ফের তুঙ্গে. সকাল থেকেই হাসফাঁস গরম। গলদঘর্ম অবস্থা শহরজুড়ে। কার্যত লকডাউন পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী তাপমাত্রায় নাজেহাল ঘরবন্দি শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৮
