বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসার পথে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের এক আবাসিকের। বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে জানা গেছে, মৃত ওই আবাসিকের নাম সুজিত ঘোষ। বয়স ৪২ বছর। বাড়ি বালুরঘাট শহরের বেলতলাপার্ক মঙ্গলপুর এলাকায়। গতকাল গভীর রাতে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় তাঁর। এরপর বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
জানা গেছে, সুজিত ঘোষ সাজাপ্রাপ্ত বন্দী। দীর্ঘদিন ধরে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছেন। গতকাল সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে সংশোধনাগারে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর রাতে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সময় মারা যান তিনি। তবে কিভাবে মারা গেল তা এখনো জানা সম্ভব হয়নি।