হরিরামপুর আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সাথে সাথেই সারা রাজ্যে বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখা যায় সে মোতাবেক আজ বুনিয়াদপুরের পাশাপাশি হরিরামপুরে বিজেপি কর্মীরা হরিরামপুর বিধানসভার প্রার্থী নীলাঞ্জনা বিরুদ্ধে তাদের দাবি একটাই বিজেপি প্রার্থী বহিরাগত তকমা লাগিয়ে নীলাঞ্জন রায়ের অবিলম্বে বদল করতে হবে তার পরিবর্তে হরিরামপুর বিধানসভায় বিজেপির প্রার্থী ভূমিপুত্র করতে হবে এই সব দাবি নিয়ে বিজেপি কর্মীরা পথ অবরোধ করেন এদিন হরিরামপুর চৌপতি এলাকায় পথ অবরোধের জেরে আটকে পড়ে অনেক যানবাহন এবং তার মধ্যে থাকা সাধারণ মানুষ জন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকেরা পরে হরিরামপুরে হাসপাতাল মোড় এলাকায় বিজেপির দলীয় কার্যালয় অফিসে তালা মারে বিজেপি কর্মী সমর্থক রা এ প্রসঙ্গে শ্যামল দাস জানান আমরা এই বহিরাগত প্রার্থী মারিনা নেতৃত্বর কাছে আমাদের একটাই দাবি অবিলম্বে এই প্রার্থী পরিবর্তন করে ভূমিপুত্র কে হরিরামপুর বিধানসভার জন্য নির্বাচন করা হোক কারণ এই বিধানসভার বিভিন্ন গ্রামে অঞ্চলে বিজেপি একনিষ্ঠ কর্মীরা আছেন তাদের আবেগের দাম উর্দ্ধতন নেতৃত্ব দিচ্ছেন না তাই বাধ্য হয়ে আমরা এই পথ অবরোধ এবং হরিরামপুরের বিজেপি পার্টি অফিসে তালা মারলাম আজ এই কর্মসূচি আগামীতে যদি নেতৃত্ব আমাদের নির্দেশ মেনে প্রার্থী বদল না করে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবো
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই বিক্ষোভ হরিরামপুরে
