বুধবার থেকেই ভারতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের মতো সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।এমনই হুঁশিয়ারি , কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রকের।সরকারের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিধি না মানলে বুধবার থেকে বন্ধ করা হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের মতো সোশ্যাল মিডিয়াগুলি। উল্লেখ্য, বিধি মানার ব্যাপারে কেন্দ্রীয় সরকার শেষ সময়সীমা দিয়েছিল মঙ্গলবার। তাই মঙ্গলবারের মধ্যে বিধি না মানলেই রাত বারোটার পর এদেশে অচল করে দেওয়া হবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার ইত্যাদি।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়াগুলির কাছে ভারতে তাদের অফিসের ঠিকানা, কন্টাক্ট পারসনের ঠিকানা, ই-মেইল ও ফোন নম্বর এবং আপত্তিকর কনটেন্ট প্রকাশ হলে কে ব্যবস্থা নেবে? তা জানতে চাওয়া হয়েছিল। খবরের প্রকাশ, ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ট্যুইটার তাদের গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে এই শঙ্কায় ভারত সরকারের নির্দেশ মানেনি। কেন্দ্রীয় সরকারও বিষয়টি হালকাভাবে নেয়নি। তাতেই কড়া ব্যবস্থা নিতে চলেছে সরকার।