শিয়রে ঘূর্ণিঝড় ইয়াস,বিপর্যয় মোকাবিলায় ১০টি জেলায় ১৭ কম্পানি সেনাবাহিনী।সেনাবাহিনী কাজ করবে হুগলি,হাওড়া,পশ্চিম মেদিনীপুর,উঃ ২৪ পরগনা,দঃ ২৪ পরগনা,পুরুলিয়া,ঝাড়গ্রাম,
নদিয়া,বীরভূম জেলায়. রাজ্য সরকার আগে ভাগেই সেনাবাহিনীকে সতর্ক করেছিল।আমপানের মতো গত বছরের স্মৃতি না ফিরে আসে,তার জন্য যে আগাম ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার তা বলাই বাহুল্য।প্রাণহানি,সম্পত্তি হানি যাতে কম হয় তার জন্য নানা ব্যবস্থা নেওয়া আছে।গাছ কাটার,স্টিল কাটার সহ অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে সেনাবাহিনীর কাছে। দীঘার পাশাপাশি প্রবল জলোচ্ছ্বাসের চিত্র সাগর,মৌসুনী দ্বীপ,কাকাদ্বীপ,নামখানায়।বেশকিছু জায়গায় নদী বাধে ফাটল ধরেছে।রায়দিঘিতে বাধ মেরামতিতে নেমে পড়েছে গ্রামবাসীরা।