দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভার ঠেঙ্গাপাড়া বিজেপি কার্যালয় ভাঙচুর বিজেপি কর্মীদের। গঙ্গারামপুরের ঘোষিত প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় কে পছন্দ না হওয়ায় ঠেঙ্গাপাড়া পার্টি অফিস ভাংচুরের পাশাপাশি 512 জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের।
উল্লেখ্য কিছুদিন আগে অমিত শাহ জনসভায় শুভেন্দু অধিকারীর অনুগামী হিসাবে বিজেপিতে যোগদান করেন সত্যেন্দ্রনাথ রায়। এর আগে তিনি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল এসসি এসটি সেলের সভাপতি ছিলেন। গত বিধানসভা তৃণমূলের টিকিটে পরাজিত হলেও তার আগের বিধানসভায় তিনি তৃণমূল বিধায়ক ছিলেন।
সত্যেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে এদিন ক্ষোভ জানিয়ে বিক্ষোভকারীরা জানান, ভাবছি বদল না হলে তারা সত্যেন্দ্রনাথ রায় কে হারিয়ে দেবেন। প্রয়োজনে নির্দল প্রার্থী দেয়া হবে বল তারা জানান।
দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মন জানান, বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে দেখতে হবে। প্রার্থী নির্বাচন করেছে কেন্দ্রীয় কমিটি। ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে। তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।