চিঠির পর চিঠি, পাল্টা চিঠি। কিন্তু চূড়ান্ত চুক্তিপত্রে আর সই হচ্ছে না। রবিবার আবার শ্রী সিমেন্টকে চিঠি দিচ্ছে ইস্টবেঙ্গল। দুই পক্ষই যে নিজেদের অবস্থান থেকে একবিন্দু সরছে না লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টকে দেওয়া সর্বশেষ চিঠিতে আলোচনায় বসার কথা বলেছিল ইস্টবেঙ্গল। কিন্তু শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগে চুক্তিপত্রে সই করতে হবে। তারপরই আলোচনায় বসবেন। অন্যদিকে ইস্টবেঙ্গল কর্তারা মুখোমুখি আলোচনায় না বসে চূড়ান্ত চুক্তিপত্রে সই করতে নারাজ।
চিঠির পর চিঠি, পাল্টা চিঠি, থমকে লাল হলুদের গাঁঠ
