শুক্রবার ফের একবার দাম বাড়ল পেট্রলের দেশের চার মহানগরী কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইতে পাল্লা দিয়ে বাড়ল পেট্রলের দাম। মুম্বইয়ে আগেই সেঞ্চুরির ঘরে ছিল পেট্রল, এবার বাকি তিন মহানগরীতেও সেই রাস্তায়। রাজধানী দিল্লি লিটার প্রতি পেট্রল পাওয়া যাচ্ছে, ৯৫ টাকা ৮৫ পয়সায়। গতকাল লিটার প্রতি পেট্রলের দাম ছিল ৯৫ টাকা ৫৬ পয়সা। অর্থাৎ রাজধানীর বুকে আজকের হিসাবে প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ১৯ পয়সা। বদল এসেছে ডিজেলের দামেও। গতকাল লিটার প্রতি ডিজেল তে বিক্রি হচ্ছিল ৮৬ টাকা ৪৭ পয়সায়। আজ সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৬ টাকা ৭৫ পয়সা। অর্থাৎ লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২৮ পয়সা।
ফের একবার দাম বাড়ল পেট্রলের
