লকডাউনের মধ্যে শহর জুড়ে বেড়েছে অপরাধ এবং অপরাধীর সংখ্যা।ছোট বড় চুরি রাহাজানি যেন নিত্য দিনের ঘটনা।
মাঝে মধ্যই পুলিশি অভিযানে আটক করা হচ্ছে দুষ্কৃতিদের।তারপরেও শহরে অসামাজিক কাজের জাল বিছিয়ে চলেছে অপরাধীরা।
বৃহস্পতিবার গভীর রাত্রে ফের এমনি এক ডাকাত দলের ৩ জনকে গ্রেপ্তার করলো এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।পুলিশ সুত্রে জানা গেছে এদিন গভীর রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে মাদানি বাজার এলাকায় জড়ো হয়েছিল।গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেই এলাকায় অভিযান চালায় পুলিশ।পুলিশকে দেখে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্র।বাকিদের খোঁজে জোড় তল্লাশি শুরু করেছে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।শুক্রবার ধৃত ৩ জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।