সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত সাঁইথিয়া বিধানসভার খন্না গ্রামের বৃন্দাবন বাগদী নামে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে আহত ওই বিজেপি কর্মী সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সূত্রপাত গতকাল দুপুর থেকে। বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়াকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়। এরপর রাতে ওই বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ। মারধরের পাশাপাশি তার একটি বাইক ভাঙচুর করা হয়েছে।
যদিও তৃণমূলের তরফ থেকে এই ঘটনাকে অস্বীকার করে জানানো হয়েছে, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণ। নিজেরাই নিজেদের দেওয়াল মুছে নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়েছে। এখানে বিজেপির কোন সংগঠন নেই। যে কারণে আমাদের ওই দু’চারটে বিজেপি কর্মী নিয়ে ভাবনা চিন্তা করছি না।