গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে জোরাল ভাবে রয়েছে মৌসুমী বায়ু. যে কারণে একদিকে যেমন প্রায় সবকটি জেলাতেই অতিভারী বৃষ্টি হয়েছে, আবার আগামী ২৪ ঘন্টায় বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। এদিন কলকাতার সর্ব নিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৭ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলা গুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ জুন শুক্রবার সকাল পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, হিমালয়ের পাদদেশের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
Related Posts
চৈত্র মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে গরম বাড়ার সম্ভাবনা
চৈত্র মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে গরম বাড়ার সম্ভাবনা | উত্তরবঙ্গে আরও কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে |…
দানার প্রভাবে পশ্চিম মেদিনীপুরের ১১টি রাস্তা এখনও পর্যন্ত অবরুদ্ধ
আশঙ্কা করা হয়েছিল আগেই। সেই মতো জোর প্রস্তুতিও নেওয়া হয়েছিল। দানার জেরে ক্ষয়ক্ষতি অনেকটাই বেশি হল পূর্ব মেদিনীপুর জেলায়। এখনও…
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত…