জামাইষষ্ঠীতে আফশোসের সুর শোভনের শ্বশুরের কণ্ঠে। শোভন-রত্না দ্বন্দ্ব চরমে। জামাইষষ্ঠীর দিনে বোমা ফাটিয়েছিলেন শোভন। জানিয়েছিলেন তাঁর যাবতীয় সম্পত্তি তিনি লিখে দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে। কিন্তু শোভনের সম্পত্তি নিয়ে মাথা ঘামাতে নারাজ শোভনের শ্বশুর দুলাল দাস। তিনি জানান, ‘তাঁর সম্পত্তি যাঁকে ইচ্ছা দিক। আমার মেয়েটাকে শোভনের হাতে আমি কোনওদিনই তুলে দিতে চাইনি। আজ মনে হচ্ছে আমার সিদ্ধান্তই ঠিক ছিল।’
রত্নার বিয়ে দিতে চাইনি, জামাইষষ্ঠীতে আফসোস শোভন শ্বশুরের
