মালদা,২২ মার্চঃ- হবিবপুর থানার অন্তর্গত বেগুনবাড়ি এলাকার কাছে ইটভাটার সংলগ্ন একটি বটগাছের ডালে লোহার শিকল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো ৩৫ বছরের এক আদিবাসী যুবক ।পরিবার সুত্রে জানাযায় সকাল বেলায় এলাকার বাসিন্দারা প্রাতভ্রমনে বেরিয়ে দেখতে পাই ঝুলন্ত অবস্থায় এক যুবকে এলাকায় চ্যাঞ্চল ছরিয়ে পরে খবর দেওয়া হয় হবিবপুর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে থেকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে পাঠানো হয় তবে কি কারণে আত্মহত্যা করল পরিবারের লোক পরিষ্কার করে বলে উঠতে পারেনি ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।
বেগুন বাড়ি ইটভাটার সংলগ্ন একটি বটগাছের ডালে এক আদিবাসী যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
