দেশের করোনা সংক্রমণ নামল ৬০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন, যা গত ৮১ দিনে সর্বনিম্ন। শুধু সংক্রমণ নয়, কমেছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা প্রাণ কেড়েছে ১৫৭৬ জনের, এই সময়ে কোভিডমুক্ত হয়েছেন ৮৭ হাজার ৬১৯ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ২৪৩ জন।
করোনা সংক্রমণ এড়াতে টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ২৭ কোটি ৬৬ লাখ ৯৩ হাজার ৫৭২ জন।