ভারতের দ্বিতীয় বৃহত্তম ঐতিহাসিক মাহেশের রথযাত্রাকে কেন্দ্র করে বহু কাল থেকেই একটা উন্মাদনা ছিল ভক্তদের মধ্যে । কিন্তু করোনা আবহে সেই উন্মাদনা এখন অতীত। সরকারি নির্দেশ মেনে গত বছরে থেকে স্থগিত হয়েছে বিখ্যাত এই রথযাত্রা। বিগত বছর গুলির মতো, রথে চেপে জগন্নাথ, বলরাম,সুভদ্রা মাসীর বাড়ি যায় নি।তার পরিবর্তে নারায়ণ শীলা খন্ড গিয়েছিল মাসীর বাড়ি। ঠিক সেই রিতি মেনেই এবারেও বিকেল তিন টা নাগাদ নারায়ণ শীলা খন্ড যাবে মাসীর বাড়ি। সকাল থেকেই চলছে প্রভুর পুজা অর্চনা।২০১৯ সালে মাহেশের এই জগন্নাথ মন্দির ও তার আশেপাশে সৌন্দর্যানের জন্য অর্থ বরাদ্দ করেছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ইতিমধ্যেই নবরূপে সেজে উঠেছে জগন্নাথ মন্দির সহ গোটা চত্তর।
জিটি রোডে নির্মিত করা হয়েছে বিশালাকার গেট।
মন্দিরের এই নবরুপ আজ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। এদিকে করোনা আবহে অতি ভক্তসমাগম সামাল দিয়ে ইতিমধ্যেই পুলিশ মেতায়ন করা হয়েছে।