রবিবার সকালে মালবাজার মহকুমার নাগরাকাটার জলঢাকা নদীতে একটি মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। কিছুদিন আগে ঝালং এ জলঢাকা নদীতে পড়ে যায় দুই যুবক। এক যুবকের মৃতদেহ পরের দিন উদ্ধার হলেও, এক জন নিখোজ ছিলো। সম্ভবত ঝালং থেকে ভেসে দ্বিতীয় যুবকের মধ্যে এক যুবকের দেহ পাওয়া গেল বলে অনুমান করছে নাগরাকাটা থানার পুলিস। জানা গিয়েছে এদিন সকালে নাগরাকাটার বস্তীর বাসিন্দারা জলঢাকা নদীর ধারে এক মৃতদেহ পড়ে থাকতে দেখে। এরপরই খবর পেয়ে ঐ মৃতদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে চলে আসে পুলিস। প্রসঙ্গত গত ২৫ জুলাই ধূপগুড়ি থেকে কাজল ঘোষ ও আলিফুল ইসলাম নামে দুই যুবক জলঢাকা নদীতে ভেসে গিয়েছিল ।পরদিন কাজল ঘোষের দেহ পাওয়া গেলেও আলিফুলের দেহ পাওয়া যায়নি। তবে এদিন সকাল সাতটায় যে দেহটি পাওয়া গিয়েছে সেটা আলিফুলের দেহই বলে মনে করছে পুলিস। এব্যাপারে মৃতের বাড়ির লোকজন সনাক্ত করবে বলে পুলিশ জানিয়েছে।
Related Posts
কাঠামো পুজো দিয়ে শুরু দুর্গা পুজোর
রথের দিন নিয়ম মেনে দুর্গা প্রতিমার কাঠামো পুজো হল জলপাইগুড়ির সেন বাড়িতে। সোমবার সকালে ঢাকের আওয়াজে ঘুম ভাঙে জলপাইগুড়ি শহরের…
উপচে পড়া মৃতদেহের দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী
মৃতদেহ রাখার জায়গা নেই মর্গে উপচে পড়ছে লাশ।লাশ ঘরের বাইরে ভ্যানের উপর মৃতদেহ চাপিয়ে রেখে দেওয়া হয়েছে।মর্গে মৃতদেহের স্তুপ।দুর্গন্ধে খাওয়া…
মুদিখানা দোকানে পুরনো বিবাদের জেরে জেঠুর হাতে জখম ভাইপো
মালদাঃ-মুদিখানা দোকান নিয়ে পুরানো বিবাদের জেরে জেঠু ওতার ছেলেদের হাতে জখম দুই ভাইপো। আহত ভাইপো দের কে ভর্তি করা হয়েছে…