সাত সকালে গ্রামে ঢুকলো হাতি। তান্ডব চালিয়ে আশ্রয় নিলো গ্রামের মধ্যে থাকা একটি চা বাগানে। হাতির আতঙ্কে ঘরছাড়া গ্রামবাসীরা। এলাকায় ব্যাপক ভিড়। হাতি তাড়াতে সমস্যায় বনদপ্তরের কর্মীরা।
শুক্রবার সকালে বৈকন্ঠপুর জঙ্গল ছেড়ে জলপাইগুড়ি সদর ব্লকের রঙধামালি এলাকার নতুন বস্তি হয়ে মোতল পাড়া গ্রামে ঢুকে যায় চারটি হাতি। স্থানীয় সুত্রে জানা গেছে এর মধ্যে দুটি ছানা এবং দুটি বড় হাতি রয়েছে।
এই প্রথম গ্রামে হাতি ঢুকেছে। সেই খবর ছড়িয়ে পড়তেই ঘর ছেড়ে বেরিয়ে আসে কয়েকশ গ্রামবাসী। তারা নিজেরাই তাড়াবার চেষ্টা করে।
কিন্তু একসাথে এত মানুষ গোটা এলাকা ঘিরে রাখায় পালাবার পথ খুঁজে না পেয়ে গ্রাম জুড়ে তান্ডব চালাতে থাকে। ভেঙে ফেলে বেশ কয়েকটি বাড়ি। তান্ডব দেখে বাড়ি ফেলে পালায় গ্রামবাসীরা।
খবর পেয়ে এলাকায় আসে বৈকন্ঠপুরের বনকর্মীরা। তারা এসে হাতি গুলিকে তাড়িয়ে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু প্রচুর মানুষ থাকায় সমস্যায় পড়েছে বনকর্মীরা। বর্তমানে এলাকা জুড়ে শুরু হয়েছে মাইকিং। এলাকায় উপস্থিত হয়েছে বিশাল পুলিশ বাহিনী।