পানশালা খোলা অথচ বন্দ স্কুল। অবিলম্বে স্কুল খোলার দাবীকে সামনে রেখে এবার অভিনব কায়দায় আন্দোলনে নামলো এস এফ আই। শহরের প্রধান রাস্তার চৌপতিতে পড়ুয়া দের ক্লাস করালো এস এফ আই কর্মীরা। ঘটনায় জলপাইগুড়ি শহর জুড়ে হৈচৈ পড়ে গেছে।
বৃহস্পতিবার দুপুর জলপাইগুড়ি কদমতলা চৌপতিতে হোয়াইট বোর্ড নিয়ে উপস্থিত হয় এস এফ আই কর্মীরা। আসে পড়ুয়ারাও। এরপর শুরু হয় ক্লাস। ক্লাস করতে রাস্তার উপর বসে পড়ে পড়ুয়াদের দল।
ঘটনায় এস এফ আই জেলা কমিটির সদস্য শুভময় ঘোষ বলেন করোনার বাহানায় রাজ্যের স্কুল গুলি গত দেড় বছর ধরে বন্দ। কিন্তু আমরা অদ্ভুত ভাবে দেখতে পাচ্ছি রাজ্যের পানশালা গুলি খোলা। লাগাতার স্কুল বন্দ থাকার ফলে পড়ুয়ারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই কোভিড বিধি মেনে স্কুল চালু হোক। তাই আজ সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম সদিচ্ছা থাকলে সব কিছু করা যায়।