জলপাইগুড়ি ঃ- জলপাইগুড়ি জেলায় কোনো শিশুর অজানা জ্বরে মৃত্যু হয়নি সাফাই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের শিশু রোগ বিশেষজ্ঞদের। অজানা জ্বরের কারন কী জানতে কোলকাতার রিপোর্টের ওপর ভরসা স্বাস্থ্য দপ্তরের।
সোমবারের পর আজ ফের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি থাকা শিশুদের শারিরীক অবস্থার দেখতে এলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পাঁচ শিশুরোগ চিকিৎসক। রোগীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন চিকিৎসকরা৷ শিশু বিভাগথেকে বাইরে বেড়িয়ে চিকিৎসক দলের সদস্য গৌতম দাস বলেন জেলায় যে তিন শিশুর মৃত্যু হয়েছে তারা কেউ জ্বরে মারা যায়নি বলে দাবি করেন তিনি। যারা মারা গেছে তাদের শরিরে অন্যান্য রোগের কারনে মারা গেছে৷ অন্য আর এক চিকিৎসক শান্তনু হাজরা বলেন কোলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের রিপোর্ট এলেই বোঝাযাবে এই জ্বর আসলে কি। সমস্ত শিশু ভালো আছে আগামী কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে।