মকরসংক্রান্তির পর ফের দেখা মিলেছে শীতের | গত দু’দিন ধরে পারদ নেমেছে অনেকটাই | কিন্তু ফের বৃষ্টির কথা শোনালো আবহাওয়া দপ্তর | আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার | বাড়বে তাপমাত্রা |
উত্তরবঙ্গের 5 জেলা বৃষ্টিতে ভিজতে পারে বলেও পূর্বাভাস | আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রী সেলসিয়াস | আজ ভোরের আকাশে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায় |