দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত স্বাস্থ্য মহল | দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী হলেও দিন দিন রেকর্ড ভাঙছে দৈনিক মৃত্যুর সংখ্যা | পাশাপাশি দেশজুড়ে চলছে টিকাকরণ | দৈনিক মৃত্যুর সংখ্যা রীতিমতো চিন্তায় রাখছে দেশবাসীকে | আগের দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি দৈনিক মৃত্যুর সংখ্যা | গত কয়েক দিন ধরে আক্রান্তের সংখ্যা নামলো এক লাখের নিচে |
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 67 হাজার 84 জন | যা আগের তুলনায় অনেকটাই কম | পাশাপাশি কমেছে পজিটিভিটি রেট | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1241 জনের | এখনো পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 6 হাজার 520 জন | দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4 কোটি 11 লক্ষ 80 হাজার 751 জন |