প্রয়াত হয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে | দীর্ঘ লড়াইয়ের পর এদিন মুম্বাইয়ের হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে |
জানা গেছে, রবিবার রাতে তার দেহ ফিরবে কলকাতায় | রাতে পিস ওয়াল্ড এ রাখা থাকবে তার মরদেহ | পরদিন সকালে মন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হবে তার বাড়িতে | তারপর বিধানসভায় নিয়ে যাওয়া হবে দেহ | সেখানেই শ্রদ্ধা জ্ঞাপন করা হবে |
রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা করলেন রাজ্য সরকার | সোমবার রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস দুপুর দুটোর পর ছুটি ঘোষণা করে দেওয়া হবে | মৃত্যুকালে মন্ত্রী সাধন পান্ডের বয়স হয়েছিল 71 বছর | দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন তিনি |