একসঙ্গে বড় পর্দায় বনি কৌশানি

আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বনি ও কৌশানি কে | রক্তিম চট্টোপাধ্যায়ের হাত ধরে “মরীচিকা” সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে এই জুটিকে | আগামী কুড়ি এপ্রিল থেকে শুরু হবে সুমিত সাহিলের পরিচালনায় ক্রাইম থ্রিলার ছবির শুটিং | ছবিতে সংগীতের দায়িত্বে রয়েছেন সুপ্রতীক ভট্টাচার্য ও অনিন্দ্য মুখোপাধ্যায় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *